
সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদে জানতে পারি আদমদীঘি সদর ইউনিয়ন সংলগ্ন ব্রীজের পাশে সজলের চায়ের দোকানের সামনে মাদক বিক্রি হচ্ছে। এমন সংবাদে ভিত্তিতে ওই দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে আরিফুজ্জামান টিটু কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৬০ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা মাদক বিক্রেতাকে আরিফুজ্জামান টিটুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই মাদক বিক্রেতার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে গতকাল শুক্রবার সকালে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Check Also
সোনাতলায় পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ১, হেরোইন রাখা ও চুরির চেষ্টায় গ্রেপ্তার ২
ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ১ জন, ১ গ্রাম হোরাইনসহ একজন …
Bangali Barta www.bangalibarta.com