
সোমবার সকাল ১০ টায় উপজেলার আলাদিপুর ইসলামিয়া আলিম মাদরাসায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক শোক র্যালি অনুষ্ঠিত হয়। পরে অত্র মাদরাসার অধ্যক্ষ ফজলুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ ইউছুফ আলী, শিক্ষক মাঃ আখতারুজ্জামান,আলমগীর হোসেন, আব্দুল লতিফ,উম্মে মারিয়া,মোজাহারুল,নজরুল ইসলাম,আব্দুল করিম,আফতাব উদ্দিন,শাহজালাল,তোফাজ্জল, সুলতান মাহমুদ,মোয়াজ্জেম হোসেন,কাজী রফিকুল,আব্দুল মমিন,জহুরুল ইসলাম প্রমূখ। ও দিকে আলিয়ারহাট ডি ইউ এস ফাজিল ডিগ্রী মাদরাসায়, রোকেয়া- ছাত্তার উচ্চ বিদ্যালয়ে দিবসটি পালিত হয়েছে।
Check Also
সোনাতলায় পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ১, হেরোইন রাখা ও চুরির চেষ্টায় গ্রেপ্তার ২
ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ১ জন, ১ গ্রাম হোরাইনসহ একজন …
Bangali Barta www.bangalibarta.com