সর্বশেষ সংবাদঃ

আদমদীঘিতে জাতীয় শোক দিবস পালিত

আবু বক্কর সিদ্দিক, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করেন। দিবসের শুরুতে সকাল ৮ টায় আ’লীগ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনির্মিত করণ, দলীয় পতাকা, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন ও ৭৫’ এর ১৫ আগষ্টে শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতিকৃতিত্বে মাল্যদান করা হয়। সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের পক্ষে বঙ্গবন্ধুর মুর‍্যালে পুস্পমাল্য অর্পন, দোয়া মাহফিল শেষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, ৭ জন ক্যাসার রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে চেক বিতরন করা হয়। দুপুরে ২টায় মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়। বিকেল ৪টায় উপজেলা আ’লীগের আয়োজনে শোক র‍্যালী শেষে বাসষ্ট্যান্ড চত্বরে উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কুদরত-ই-এলাহী কাজলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, আব্দুল হক আবু, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, সুমিনুল ইসলাম সুমন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আ’লীগ নেতা রফিকুল ইসলাম, রোকনুজ্জামান রুকু প্রমুখ ।

 

Check Also

সোনাতলায় পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ১, হেরোইন রাখা ও চুরির চেষ্টায় গ্রেপ্তার ২

ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ১ জন, ১ গ্রাম হোরাইনসহ একজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *