সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় যমুনা নদী তীরবর্তী ভিকনেরপাড়া গ্রামে একটি ঘোড়াকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। সালিশি বৈঠকে সাক্ষী প্রমাণিত না হওয়ায় বিষয়টি অনিষ্পত্তি রয়েছে। ঘোড়ার মালিক উপজেলার তেকানী চুকাইনগর গ্রামের শুকরু সরকারের ছেলে আনার আলী জানান, ‘গত ১৯ আগস্ট দুপুরের দিকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের তার শখের ঘোড়াটি হাত থেকে ছুটে যায় পার্শ্ববর্তি ভিকনেরপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে আরিফ হোসেনের মাদী ঘোড়ার কাছে। সেখানে দুই ঘোড়ার মধ্যে সম্ভবত পাল্টাপাল্টি আক্রমণের ঘটনা ঘটেছে।’ আনার আলীর অভিযোগ, আজিজুল হকের ছেলে আরিফ লাঠির আঘাতে আমার ঘোড়াটিকে মেরে ফেলেছে। তবে আজিজুল হক ও তার ছেলে আরিফ ঘোড়া মেরে ফেলার বিষয়টি অস্বীকার করেন। এ ব্যাপারে পরদিন শনিবার সকাল ১০টায় ভিকনেরপাড়া গ্রামে আনার আলী একটি শালিসি বৈঠক ডাকেন। কে বা কারা ঘোড়াটিকে পিটিয়ে হত্যা করেছে এমন ঘটনা প্রমাণিত না হওয়ায় সালিশ অনিষ্পত্তি রয়েছে। আরিফের প্রতিবেশী আসাদুল ইসলামের বাড়ির পশ্চিম পাশের জমিতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ‘ঘোড়া মারা যাওয়ার বিষয়ে একটি সালিশ বৈঠকে বসেছিলাম। কিন্তু আপোষ করার ক্ষেত্রে উভয় পক্ষই অনমনীয় মনোভাব পোষন করে। এক্ষেত্রে উভয় পক্ষকে সমঝোতার জন্য দুইদিন সময় দেয়া হয়েছে। এ দুইদিন অর্থাৎ ২২ আগস্টের মধ্যে সমঝোতা প্রক্রিয়া ব্যর্থ হলে সিদ্ধান্ত দেয়া হবে।’
Check Also
সোনাতলায় পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ১, হেরোইন রাখা ও চুরির চেষ্টায় গ্রেপ্তার ২
ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ১ জন, ১ গ্রাম হোরাইনসহ একজন …