সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে এ উপলক্ষে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কর্তন, সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ পপি খাতুন, পৌর মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দীন, কৃষি অফিসার মাসুদ আহমেদ, মহিলা বিষয়ক অফিসার মাঈনুল হোসেন ও পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম।আলোচনা সভা শেষে উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
Check Also
সোনাতলায় পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ১, হেরোইন রাখা ও চুরির চেষ্টায় গ্রেপ্তার ২
ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ১ জন, ১ গ্রাম হোরাইনসহ একজন …