মনজুর হাবীব মনজু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৮ আগস্ট) সকালে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে বঙ্গমাতার প্রতিকৃতিতে গাইবান্ধা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, গোবিন্দগঞ্জ থানা, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন সহ গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। পরে দলীয় কার্যালয় ও উপজেলা পরিষদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Check Also
গোবিন্দগঞ্জে বিষ দিয়ে পুকুরের ২৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
মনজুর হাবীব মনজু,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পল্লীতে লীজ নিয়ে চাষ করা একটি …