বগুড়া শহরের সুবিল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির পুনরায় সভাপতি হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েল।
ইতিপূর্বে আব্দুল্লাহ আল রাজী জুয়েল সুবিল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গত ১১ আগষ্ট ২০২২ তারিখে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী এর বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়েছে। নবগঠিত ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন সাইফুল ইসলাম, সাহিদুর রহমান, মোস্তফা কামাল, চাঁন মিয়া, সাহিদা বেগম, রুহুল আমিন মোল্লা, স্বপন কুমার ঘোষ, জয়নাব বানু, পদাধিকার বলে প্রধান শিক্ষক গোলাম রহমান রয়েল।
আগামী দুই বছরের জন্য এই কমিটি বিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালনা করবে বোর্ড কতৃক প্রেরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
Check Also
সোনাতলায় পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ১, হেরোইন রাখা ও চুরির চেষ্টায় গ্রেপ্তার ২
ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ১ জন, ১ গ্রাম হোরাইনসহ একজন …
Bangali Barta www.bangalibarta.com
