
পদ্ম কুমার দেব জানান, ২০১২ সালের ১৮ নভেম্বর সকালে টাকা পয়সা সংক্রান্ত জেরে স্ত্রী সুলতানা বেগম ওরফে রুমাকে গলাকেটে হত্যা করে বাথরুমের সামনে ফেলে রাখেন স্বামী সোবহান। পরে নিহত রুমার মা রোকেয়া বেগম সোনাতলা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরর সোবহানকে গ্রেফতার করে পুলিশ। তখন থেকে সে কারাগারে ছিলেন। পরে ১৫ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত স্ত্রী হত্যার দায়ে স্বামী সোহবানকে মৃত্যুদন্ডসহ ২০ হাজার টাকা জরিমানা করেন।
Check Also
সোনাতলায় পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ১, হেরোইন রাখা ও চুরির চেষ্টায় গ্রেপ্তার ২
ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ১ জন, ১ গ্রাম হোরাইনসহ একজন …
Bangali Barta www.bangalibarta.com