বাঙালি বার্তা ডেস্কঃ নির্বাচন কমিশন আগামী ৫ সেপ্টেম্বর জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সঙ্গে সংলাপে বসবে ।
বৃহস্পতিবার (১১ আগস্ট) ইসির যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান বিষয়টি সাংবাদিকদের জানান।
গত ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ৩৯টি দলকে সংলাপে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল ইসি। তবে, বিএনপিসহ নয়টি দল সংলাপে অংশ নেয়নি। ইসির আমন্ত্রণে সাড়া দিয়েছে ৩০টি দল।