সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: শনিবার দুপুরে বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটোর সভাপতিত্বে সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, বালুয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ম-ল ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মিজু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, পৌর যুবলীগের সভাপতি জোবায়ের হাসান পরাগ, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সাগর। অনুষ্ঠানে ৩ শতাধিক ব্যক্তির মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।