মনজুর হাবীব মনজু,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : প্রবাদবাক্য ‘বিনা মেঘে বজ্রপাত’ সত্যি হয়ে গেল গাইবান্ধার গোবিন্দগঞ্জে। মেঘমুক্ত ঝকঝকে আকাশে প্রচন্ড রোদ মাথায় নিয়ে পানির অভাবে শুকিয়ে যাওয়া জমিতে পানি সেচের কাজ করতে গিয়ে হঠাৎ বজ্রপাতে প্রাণ হারালেন এক কৃষক। আজ সোমবার (২২ আগস্ট) উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর মধ্যপাড়া গ্রামে বিনা মেঘের হঠাৎ বজ্রপাতে নিহত কৃষকের নাম হায়দার আলী (৫০)। তিনি ওই গ্রামের মৃত বুদু মিয়ার ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সকালে প্রচন্ড রোদের মধ্যেই বৃষ্টির অভাবে শুকিয়ে যাওয়া আমন ধানের জমিতে সেচের পানি নিতে যান কৃষক হায়দার আলী। বেলা সাড়ে ১২টার দিকে কোন প্রকার মেঘ বা বৃষ্টি ছাড়াই হঠাৎ সেখানে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই কৃষক হায়দার আলীর মৃত্যু হয়।
হরিরামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজহারুল ইসলাম প্রধান বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Check Also
গোবিন্দগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক চাপায় ভ্যানযাত্রী নিহত
মনজুর হাবীব মনজু,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের চাপায় এক ভ্যান …