সর্বশেষ সংবাদঃ

আদমদীঘিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার চার

আবু বক্কর সিদ্দিক,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার কদমা গ্রাম থেকে চুরি হওয়া মোটরসাইকেল চার দিন পর শুক্রবার ভোরে নওগাঁ থেকে উদ্ধার ও চার চোর কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, নওগাঁ জেলার কাঠালতলী বুনিয়া পাড়ার সোহেল হোসেনের ছেলে ইউনুস ইশন (২৫) শিমুলিয়ার আনোয়ার হোসেনের ছেলে রিয়াদ হোসেন (২২) চকরামপুরের আক্তার হোসেনের ছেলে মিলন হোসেন (২৭) ও বগুড়া সদরের ধরমপুর এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুল মতিন (২৫)।
আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার জানায়, গত ৩১ জুলাই রাতে আদমদীঘির কদমা গ্রামের আমজাদ হোসেনের ছেলে শাহজাহানের ব্যবহৃত ১২৫ সিসি ডিসকাভার মোটরসাইকেল বাড়ি হতে চুরি হয়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেলর মালিক শাহজাহান আদমদীঘি থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ অভিযান চালিয়ে মিলনের বাড়ি থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ চার চোর কে গ্রেপ্তার করে।
এ বিষয়ে আদমদীঘি থানা ওসি রেজাউল করিম রেজা বলেন, চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ চারজন চোরকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Check Also

সোনাতলায় পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ১, হেরোইন রাখা ও চুরির চেষ্টায় গ্রেপ্তার ২

ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ১ জন, ১ গ্রাম হোরাইনসহ একজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *