
এ সময় উপস্থিত ছিলেন ৩২-গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান, সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু,উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, আলতামাসুল ইসলাম শিল্পী, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, সাবেক সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, আবু সুফিয়ান মন্ডল, আ র ম শরিফুল ইসলাম জর্জ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তাজু সহ উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্র্মীবৃন্দ।
সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Bangali Barta www.bangalibarta.com