সর্বশেষ সংবাদঃ

গোবিন্দগঞ্জে জাতীয় শোকদিবস পালিত

মনজুর হাবীব মনজু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়েছে। দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন ও দলীয় কার্যালয়ে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ও উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, গোবিন্দগঞ্জ থানা, আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন পুষ্পমাল্য অর্পন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ৩২-গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান, সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু,উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, আলতামাসুল ইসলাম শিল্পী, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, সাবেক সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, আবু সুফিয়ান মন্ডল, আ র ম শরিফুল ইসলাম জর্জ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তাজু সহ উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্র্মীবৃন্দ।
সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

Check Also

গোবিন্দগঞ্জে বিষ দিয়ে পুকুরের ২৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

মনজুর হাবীব মনজু,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পল্লীতে লীজ নিয়ে চাষ করা একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *