
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এদেশের মানুষের জন্য আলোকবর্তিকা। ১৯৮৫ সালে এদেশের বিপদগামী কিছু মানুষ বঙ্গবন্ধুকে হতৃযা করেছিল। তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে দেশকে আবার পাকিস্তান বানানোর চেষ্টা করেছিলেন। কিন্তু এদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ হয়ে, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনেছিল। শেখ হাসিনাকে এদেশে ফিরিয়ে এনে মানুষের বুকে আশা জেগেছিল, তারা আবার স্বপ্নের সোনার বাংলার পথে পরিচালিত হবে। সেটি আর স্বপ্ন নয়, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনা।
ম. আব্দুর রাজ্জাক বলেন, নিপীড়িত মানুষের আশ্রয় স্থল ছিলেন বঙ্গবন্ধু। তিনি এদেশের মানুষকে সংগ্রাম করতে শিখিয়েছেন, লড়াই করতে শিখিয়েছেন। এদেশের মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে লড়াই করে যাচ্ছে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে। লড়াই করছে কাঙ্খিত উন্নয়নের জন্য। দেশের প্রতিটি প্রান্তে এখন উন্নয়ন ছোঁয়া। শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাস করে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনা মনোনীত নৌকার মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে।
অনুষ্ঠানে বৃহত্তর বগুড়া সমিতির কার্যকরি সদস্য আব্দুর রউফ খান সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বৃহত্তর বগুড়া সমিতির সদস্য একেএম কামরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য মেহেদী হাসান রবিন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শান্ত, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন, পৌর আওয়ামীলীগ নেতা রাশেদুল হাসান শাওন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম পারভেজ, সাবেক প্রচার সম্পাদক মুকুল ইসলাম, সাবেক গণশিক্ষা সম্পাদক সজীব সাহা, শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সভাপতি আতিক হাসান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাছ আলী সরকার প্রমূখ।
Check Also
সোনাতলায় পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ১, হেরোইন রাখা ও চুরির চেষ্টায় গ্রেপ্তার ২
ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ১ জন, ১ গ্রাম হোরাইনসহ একজন …
Bangali Barta www.bangalibarta.com