সর্বশেষ সংবাদঃ

সোনাতলায় বালুয়াহাট ডিগ্রী কলেজে নিয়োগ বাণিজ‍্য ও দু্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

আব্দুর রাজ্জাকঃ বগুড়ার বালুয়াহাট ডিগ্রী কলেজে চতুর্থ শ্রেণীর কর্মচারীর ৭টি পদে নিয়োগ বাণিজ‍্য ও দু্নীতির বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছে। ২২ আগষ্ট সোমবার সকাল ১০টায় কলেজটির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব‍্য রাখেন স্থানীয় মহব্বত মন্ডল, জামিনুর ইসলাম রানা, জুয়েল, আপেল, আব্দুল হান্নান, ও শিরিনা বেগম। মানববন্ধনে বক্তারা বলেন আমরা ওই প্রতিষ্ঠানে আমাদের জায়গা জমি দিয়েছি। আমাদের ছেলে মেয়েদের নিয়োগ পরীক্ষার সুযোগ না দিয়ে টাকার বিনিময়ে অন‍্যদের নিয়োগ দিয়েছে কলেজ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্টরা। আমরা বিধি অনুযায়ী পুনরায় নিয়োগ পরীক্ষা চাই। তারা মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার এর মাধ‍্যম‍ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন জানান, ‘স্মারকলিপি পেয়েছি, তদন্তসাপেক্ষে আইনগত ব‍্যবস্থা গ্রহন করা হবে।’

Check Also

সোনাতলায় পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ১, হেরোইন রাখা ও চুরির চেষ্টায় গ্রেপ্তার ২

ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ১ জন, ১ গ্রাম হোরাইনসহ একজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *